[email protected] শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
৫ আশ্বিন ১৪৩২

যেভাবে রোবট ও প্যারাট্রুপার ব্যবহার করে গাজা সিটি ধ্বংস করছে ইসরাইল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৯ পিএম

ছবি : সংগৃহীত

হামাস বা বন্দিদের অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য না থাকলেও গাজা সিটির চার লাখ নাগরিককে দক্ষিণে সরানোই মূল লক্ষ্য এমনটাই জানাচ্ছে ইসরাইল। ১৫ সেপ্টেম্বর থেকে গাজা সিটিতে চালানো অভিযান আসলে আগের ধারাবাহিক হামলার অংশ।

মার্চ থেকে শুরু হওয়া নীচু স্তরের অভিযানে ৮ লাখ মানুষ খাদ্য, চিকিৎসা ও নিরাপত্তাহীনতায় ভুগেছেন।


জাতিসংঘ বলছে, মার্চ-জুনে প্রতি মাসে ২,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হন। ১১ আগস্টের পর এ সংখ্যা ছাড়ায় ৩,৫০০, যার ৪৪% ইসরাইল ঘোষিত ‘নিরাপদ এলাকায়’।


ইসরাইলি ১৬২তম, ৯৮তম ও ৩৬তম ডিভিশন এখন গাজা সিটিতে। শহরের বহু এলাকা ধ্বংস করে এগোচ্ছে তারা। শহরটিকে ঘিরে ফেলার পরিকল্পনা চলছে আল-রাশিদ ও সালাহ আল-দিন সড়ক হবে সীমান্তরেখা।


২৬ সেপ্টেম্বর জাতিসংঘে এই অভিযানকে বিজয় হিসেবে তুলে ধরতে পারেন নেতানিয়াহু।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর