যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম নিয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনালাপে সমঝোতায় পৌঁছেছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হওয়া আলোচনার পর ট্রাম্প বলেন, “চুক্তি প্রক্রিয়াধীন, শিগগিরই চূড়ান্ত হবে।” তবে বেইজিং আনুষ্ঠানিকভাবে এ দাবি নিশ্চিত করেনি।
বিবিসি জানায়, চুক্তি হলে ওরাকলসহ মার্কিন বিনিয়োগকারীরা টিকটকের যুক্তরাষ্ট্র শাখার দায়িত্ব নেবে। তবে অ্যালগরিদমের মালিকানা নিয়ে এখনো মতভেদ রয়ে গেছে। বাইটড্যান্স জানিয়েছে, তারা মার্কিন আইন মেনেই অ্যাপ চালু রাখতে চায়। চীনের সরকারি সংবাদমাধ্যম বলছে, সবকিছু বাজার ও আইনের নিয়ম মেনেই হতে হবে। এদিকে, টিকটক নিয়ে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বিতর্ক চলছেই।
অনেকে আশঙ্কা করছেন, বাইটড্যান্সের সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির সম্পর্ক ব্যবহারকারীদের তথ্য ঝুঁকিতে ফেলতে পারে।
মন্তব্য করুন: