[email protected] বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
২ আশ্বিন ১৪৩২

তীব্র বায়ুদূষণে কালো হয়ে আসছে দিল্লির লাল কেল্লা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০৯ পিএম

ছবি : সংগৃহীত

দিল্লির ঐতিহাসিক লাল কেল্লার দেয়ালে বায়ুদূষণের প্রভাবে ‘কালো আস্তরণ’ পড়েছে বলে সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে। ভারত ও ইতালির গবেষকরা ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে কেল্লার দেয়ালের নমুনা বিশ্লেষণ করে জানান, বাতাসে থাকা পিএম ২.৫ ও পিএম ১০ কণার কারণে এই ক্ষতি হচ্ছে।

গবেষণাটি চলতি বছরের জুনে ‘হেরিটেজ’ নামক পিয়ার-রিভিউড জার্নালে প্রকাশিত হয়। এতে জানানো হয়, দূষণ ও লাল বেলেপাথরের রাসায়নিক বিক্রিয়ার ফলে ০.০৫ থেকে ০.৫ মিলিমিটার পুরু কালো স্তর তৈরি হয়েছে, যা স্থাপনার সূক্ষ্ম কারুকাজ ক্ষতিগ্রস্ত করছে।

বিশেষজ্ঞদের মতে, তাৎক্ষণিক ব্যবস্থা না নিলে স্থায়ী ক্ষতির ঝুঁকি রয়েছে। গবেষণায় কালো আস্তরণ ঠেকাতে সংরক্ষণমূলক প্রলেপ ব্যবহারের পরামর্শও দেওয়া হয়েছে।

দিল্লির দূষণ দীর্ঘদিন ধরেই ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর জন্য হুমকি হিসেবে বিবেচিত।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর