মানুষকে কামড়ালেই শাস্তি পাবে কুকুর। অপরাধের দায়ে যেতে হবে কারাবাসে। এমনই চমকপ্রদ নিয়ম চালু করেছে ভারতের উত্তর প্রদেশ সরকার। নতুন নির্দেশনায় বলা হয়েছে, কোনো কুকুর যদি কাউকে বিনা উসকানিতে কামড়ায়, তাকে ১০ দিনের জন্য পশুকেন্দ্রে ‘কারাবন্দি’ করে রাখা হবে।
দ্বিতীয়বার একই অপরাধ করলে, সেই কুকুরকে আজীবনের জন্য বন্দিদশায় রাখা হবে। তবে কেউ যদি ওই কুকুরকে নিজের পোষ্য হিসেবে গ্রহণ করেন এবং হলফনামায় লিখিত দেন যে তাকে আর কখনো রাস্তায় ছেড়ে দেবেন না— তাহলেই মিলবে মুক্তি।
উত্তর প্রদেশের ভেটেরিনারি কর্মকর্তা জানান, কুকুরগুলোর শরীরে মাইক্রোচিপ লাগানো হবে, যাতে ভবিষ্যতে তাদের শনাক্ত করা সহজ হয়।
এই সিদ্ধান্ত এসেছে রাজ্যজুড়ে বেওয়ারিশ কুকুরের কামড়ের ঘটনায় বাড়তি আতঙ্কের প্রেক্ষিতে। সরকারি তথ্য বলছে, ভারতে সবচেয়ে বেশি বেওয়ারিশ কুকুর রয়েছে উত্তর প্রদেশেই।
মন্তব্য করুন: