মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো জানিয়েছেন, ভারত এখন আলোচনায় ফিরছে। নয়াদিল্লিতে যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্য আলোচনার আগেই সিএনবিসিকে তিনি এ কথা বলেন।
নাভারো বলেন, মোদির গঠনমূলক টুইটের জবাব দিয়েছেন ট্রাম্প, এবং দুই দেশ সমাধানের পথে অগ্রসর হচ্ছে।
ট্রাম্প এর আগে বলেন, শিগগিরই মোদির সঙ্গে কথা বলে বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করবেন। জবাবে মোদি এক্সে লেখেন, এই আলোচনা সীমাহীন সম্ভাবনার দুয়ার খুলবে।
তবে নাভারো ভারতকে আবারও “শুল্কের মহারাজা” আখ্যা দিয়ে সমালোচনা করেন। তাঁর দাবি, ভারতের শুল্কহার বড় দেশগুলোর মধ্যে সর্বোচ্চ এবং নন-ট্যারিফ বাধাও প্রবল। তিনি অভিযোগ করেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হলে ভারত রাশিয়ার তেল কিনে মুনাফা করছে, আর আমেরিকান শ্রমিক ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এখন পর্যন্ত দুই দেশ পাঁচ দফা আলোচনা করেছে। ষষ্ঠ দফা বৈঠক স্থগিত হলেও নতুন করে বৈঠকের প্রস্তুতি চলছে। ভারতের প্রধান আলোচক রাজেশ আগরওয়াল জানান, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল দিল্লিতে পৌঁছেছে এবং আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা হবে।
মন্তব্য করুন: