[email protected] শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
২৯ ভাদ্র ১৪৩২

ইসরাইলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা হুথির

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৯ পিএম

ছবি: সংগৃহীত

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ইউনিট দখলকৃত ইয়াফা থেকে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সংবেদনশীল লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, ক্লাস্টার ওয়ারহেড যুক্ত ‘প্যালেস্টাইন–২’ ক্ষেপণাস্ত্র সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এই হামলার ফলে লাখো ইসরাইলি আতঙ্কিত হয়ে আশ্রয়কেন্দ্রে ছুটেছে।

সারি আরও বলেন, ইয়েমেনিরা কখনো ফিলিস্তিনকে সমর্থন দেওয়া থেকে পিছিয়ে যাবে না। তিনি জানান, যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে ইয়েমেনিরা তাদের লড়াই চালিয়ে যাবে।

গাজায় ইসরাইলি আগ্রাসন ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় ৩৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। এই সংঘাতের মধ্যে, অক্টোবর ২০২৩ থেকে এখন পর্যন্ত গাজায় ৬৪,৭৫৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর