বিশ্বে প্রথমবারের মতো একটি দেশ দুর্নীতিবিরোধী লড়াইয়ে মন্ত্রিসভায় নিয়োগ দিল কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক ভার্চুয়াল বটকে। আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা বৃহস্পতিবার ঘোষণা দেন, ‘দিয়েলা’ নামের এই এআই বট এখন মন্ত্রী হিসেবে কাজ করবে। আলবেনীয় ভাষায় দিয়েলা মানে সূর্য।
প্রধানমন্ত্রী জানান, শারীরিকভাবে উপস্থিত না থাকলেও দিয়েলা মন্ত্রিসভার সদস্য। তার প্রধান দায়িত্ব হবে সরকারি টেন্ডার প্রক্রিয়া শতভাগ দুর্নীতিমুক্ত রাখা। বহু বছর ধরে টেন্ডার দুর্নীতির কারণে ইউরোপীয় ইউনিয়নে যোগদানে বাধার মুখে পড়েছে বলকান অঞ্চলের ২৮ লাখ মানুষের দেশটি। রামার সোশ্যালিস্ট পার্টি ২০২৭ সালের মধ্যে ইইউ আলোচনার সমাপ্তির প্রতিশ্রুতি দিয়েছে।
তবে বিরোধী ডেমোক্র্যাটস নেতা গাজমেন্দ বার্ধি নিয়োগকে অসাংবিধানিক আখ্যা দিয়েছেন। দিয়েলার যাত্রা শুরু হয়েছিল ই-আলবেনিয়া প্ল্যাটফর্মে ভার্চুয়াল সহকারী হিসেবে। ইতিমধ্যে এটি ৩৬ হাজারের বেশি নথি ইস্যু করেছে এবং হাজারো ডিজিটাল সেবা দিয়েছে। যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই সন্দেহ প্রকাশ করে বলছেন, “দিয়েলাও দুর্নীতিগ্রস্ত হয়ে যাবে।”
মন্তব্য করুন: