রাজনৈতিক অস্থিরতার মধ্যে নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। বুধবার জেন জি আন্দোলনের সমর্থনে তাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয়। ২০১৬ থেকে ২০১৭ পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালনকালে দুর্নীতিবিরোধী অবস্থান এবং বিচার বিভাগের স্বাধীনতার প্রতি তার অঙ্গীকার দেশজুড়ে প্রশংসা কুড়িয়েছিল।
ভারতের বারাণসীর বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় তার পরিচয় হয় স্বামী দুর্গা প্রসাদ সুবেদির সঙ্গে। সুবেদি ১৯৭৩ সালের ১০ জুন নেপালের ইতিহাসে প্রথম বিমান ছিনতাইয়ের ঘটনায় জড়িত ছিলেন। রয়্যাল নেপাল এয়ারলাইন্সের একটি বিমান ছিনতাই করে প্রায় ৪ লাখ ডলার নিয়ে পালানো হয়। ওই অর্থ রাজতন্ত্র উৎখাত করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে ব্যবহৃত হয় বলে অভিযোগ রয়েছে।
পরে গ্রেপ্তার হওয়া ছিনতাইকারীরা জামিনে মুক্ত হয়ে নেপালে ফিরে আসেন। যাত্রীরা নিরাপদে ফেরত এলেও এই ঘটনাটি নেপালের রাজনৈতিক ইতিহাসে মাইলফলক হয়ে আছে।
মন্তব্য করুন: