[email protected] শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
২৯ ভাদ্র ১৪৩২

ভেঙে দেওয়া হলো নেপালের সংসদ, নির্বাচনের তারিখ ঘোষণা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৯ পিএম

ছবি: সংগৃহীত

নেপালে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে সংসদ ভেঙে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। শুক্রবার রাতে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি শপথ নেন এবং দায়িত্ব গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই তার সুপারিশে রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল সংসদ ভেঙে দেন।

রাষ্ট্রপতির কার্যালয় জানায়, আগামী ২০২৬ সালের ৫ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।

কার্কির নেতৃত্বে ছয় মাসের জন্য ছোট একটি মন্ত্রিসভা গঠন করা হয়েছে। এর মাধ্যমে তিনি নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন। ২০১৬–২০১৭ সালে প্রধান বিচারপতির দায়িত্বে থেকে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় তিনি তরুণদের কাছে জনপ্রিয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদে জেন-জি দের আন্দোলন সহিংস রূপ নেয়। বিক্ষোভকারীদের চাপের মুখে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করলে অন্তর্বর্তী সরকারের পথ তৈরি হয়। বিশ্লেষকদের মতে, কার্কির নেতৃত্বে আসন্ন নির্বাচন নেপালের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়ে দাঁড়াবে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর