মাত্র দু’দিনের আন্দোলনে নেপালে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন তরুণরা। সামাজিক মাধ্যম নিষিদ্ধের প্রতিবাদ থেকে শুরু হওয়া বিক্ষোভে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেন, সরকারি ভবন ও পার্লামেন্ট আগুনে পুড়ে যায়।
পুলিশের দমন-পীড়নে কমপক্ষে ৩৪ জন নিহত এবং ১,৩০০ জনের বেশি আহত হন।
অস্থিরতার মূল কারণ সাধারণ মানুষের দীর্ঘ দিনের অসন্তোষ। বেকারত্ব, মুদ্রাস্ফীতি ও দারিদ্র্যের মধ্যে ‘নেপো কিডস’ নামে পরিচিত রাজনৈতিক নেতাদের সন্তানদের বিলাসবহুল জীবনযাত্রার ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ক্ষোভ আরও বাড়িয়েছে। সাবেক মন্ত্রী ও প্রধানমন্ত্রী পরিবারের সন্তানদের বিদেশ ভ্রমণ, ডিজাইনার পোশাক ও ব্যয়বহুল হ্যান্ডব্যাগ দেখানোর ভিডিও বিক্ষোভের সময় তাদের বাড়িতে আগুন ধরানোর জন্য প্ররোচনা হিসেবে কাজ করেছে।
মন্তব্য করুন: