[email protected] শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
২৮ ভাদ্র ১৪৩২

চার্লি কার্ককে গুলি করে হত্যার ঘটনায় হামলাকারীর ছবি প্রকাশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০৯ পিএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ডানপন্থি রাজনৈতিক কর্মী ও বিশ্লেষক চার্লি কার্ককে গুলি করে হত্যার ঘটনায় অভিযুক্ত ব্যক্তির ছবি প্রকাশ করেছে ইউটাহ’র জননিরাপত্তা বিভাগ। বুধবার স্থানীয় সময় দুপুরে ইউটাহ ভ্যালি বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা চলাকালে অজ্ঞাত হামলাকারী তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি তার ঘাড়ে লাগলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, তবে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। খবর বিবিসি।

কার্কের মরদেহ এয়ারফোর্স টু-তে করে অ্যারিজোনার ফনিক্সে পৌঁছে দেওয়া হয়। তার স্ত্রী ও দুই সন্তানকে সঙ্গে নিয়ে যান ঘনিষ্ঠ সহযোগী জেডি ভ্যান্স ও দ্বিতীয় লেডি উষা ভ্যান্স। ভ্যান্স কার্ককে সত্যিকারের বন্ধু আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্মৃতিচারণ করেন।

ঘটনার পর ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কালো পোশাক পরা বন্দুকধারী ভবনের ছাদ থেকে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। অভিযুক্তের চোখে সানগ্লাস ও মাথায় ক্যাপ ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর