[email protected] বৃহঃস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
২৭ ভাদ্র ১৪৩২

ফ্রান্সে নতুন সরকারের প্রথম দিনেই বিক্ষোভে উত্তাল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৯ পিএম

ছবি :  সংগৃহীত

ফ্রান্সে নতুন সরকারের প্রথম দিনেই ‘ব্লোকঁ তু’ আন্দোলনে রাজধানী প্যারিসসহ বিভিন্ন শহর উত্তাল হয়ে ওঠে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ, ব্যারিকেড তৈরি ও আগুন ধরানোর ঘটনা ঘটায়। পুলিশের টিয়ার শেল নিক্ষেপে তরুণ বিক্ষোভকারীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। দেশজুড়ে প্রায় ২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, প্যারিস, রেন, নঁতে, মঁপেলিয়ে ও মার্শেই শহরে বিক্ষোভকারীরা ব্যারিকেড তৈরি করেছে। রেনে একটি বাসে আগুন লাগানো হয় এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেললাইনে বৈদ্যুতিক লাইনের ক্ষতির কারণে ট্রেন চলাচল বন্ধ থাকে। নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নু দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে ৮০,০০০ পুলিশ ও নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে।

বিক্ষোভকারীরা মূলত প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বাজেটে ব্যয় সংকোচন নীতি ও সামাজিক সেবার বৈষম্যের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন। বিশ্লেষকরা জানান, আন্দোলন তরুণ সমাজের সামাজিক ও অর্থনৈতিক অসন্তুষ্টির প্রকাশ এবং এতে রাজনৈতিক অস্থিরতা ও দৈনন্দিন জীবনে প্রভাব পড়েছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর