নেপালে কেপি শর্মা অলির পদত্যাগের পর এখন দেশের রাজনীতিতে নতুন আলোচনার কেন্দ্রবিন্দু কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহ, যিনি বালেন নামে পরিচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাঁকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান।
‘জেন জি’ প্রজন্মের নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভে পুলিশের গুলিতে অন্তত ১৯ জন নিহত হওয়ার পর পরিস্থিতি উত্তপ্ত হয়। এসময় ফেসবুক পোস্টে বালেন শাহ আন্দোলনকারীদের প্রতি সংহতি জানিয়ে বলেন, তরুণদের আকাঙ্ক্ষা ও চিন্তাভাবনা বোঝা জরুরি। তিনি জোর দিয়ে বলেন, রাজনৈতিক দল বা নেতাদের এ আন্দোলনকে নিজেদের স্বার্থে ব্যবহার করা উচিত নয়।
অতীতে র্যাপার হিসেবে পরিচিত শাহ ২০২২ সালে স্বতন্ত্র প্রার্থী হয়ে কাঠমান্ডুর মেয়র নির্বাচনে জয়ী হন। দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তরুণদের কাছে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা পোস্টে তাঁকে ‘দেশের ভবিষ্যৎ নেতা’ হিসেবে উল্লেখ করা হচ্ছে।
মন্তব্য করুন: