নেপালে কেপি শর্মা অলি সরকারের পতনের পর সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ায় দেশজুড়ে কারফিউ জারি করেছে সেনাবাহিনী। রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটছে। সহিংসতায় এ পর্যন্ত পুলিশের গুলিতে অন্তত ১৯ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন।
সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল মঙ্গলবার রাতে টেলিভিশন ভাষণে আন্দোলনকারীদের আলোচনায় বসার আহ্বান জানান। তিনি বলেন, দেশের ঐতিহ্য, জনগণের নিরাপত্তা ও কূটনৈতিক মিশনের সুরক্ষা নিশ্চিত করা হবে। সেনাবাহিনী সতর্ক করে জানিয়েছে, সহিংসতা ও লুটপাটের ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
গত ৮ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদ থেকে আন্দোলন শুরু হলেও তা দুর্নীতি ও সরকারের স্বচ্ছতার অভাবের বিরুদ্ধে সর্বাত্মক বিক্ষোভে রূপ নেয়। রাজনৈতিক নেতাদের বিলাসী জীবনযাত্রা ও সাধারণ মানুষের কষ্টের ফারাক নিয়ে ক্ষুব্ধ ‘জেন জেড’ প্রজন্ম আন্দোলনের নেতৃত্ব দেয়।
এদিকে, প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউদেল শান্তির আহ্বান জানিয়ে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসবেন বলে জানিয়েছেন।
মন্তব্য করুন: