[email protected] বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
২৬ ভাদ্র ১৪৩২

কাতারে ইসরায়েলি হামলা নিয়ে স্ববিরোধী মন্তব্য ট্রাম্পের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৯ পিএম

ছবি : সংগৃহীত

কাতারের দোহায় হামাস নেতাদের টার্গেট করে ইসরায়েলের সাম্প্রতিক হামলা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে দ্বৈত সুর শোনা গেছে। মঙ্গলবার তিনি বলেন, এ হামলা “ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের লক্ষ্যকে এগিয়ে নেয়নি।” তবে একইসঙ্গে হামাসকে নির্মূলের প্রচেষ্টাকে “মহৎ লক্ষ্য” হিসেবেও উল্লেখ করেন।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প দাবি করেছেন তাঁকে আগেভাগে মার্কিন সেনা কর্মকর্তারা হামলার ব্যাপারে সতর্ক করেছিলেন। এরপর তিনি বিশেষ দূত স্টিভ উইটকফকে কাতারকে জানাতে নির্দেশ দেন, তবে তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। ট্রাম্প স্পষ্ট করে জানান, এ সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেতানিয়াহুর, তাঁর নয়।

কাতারের শান্তি প্রচেষ্টার প্রশংসা করে ট্রাম্প বলেন, দেশটি ঝুঁকি নিয়ে মধ্যস্থতা করছে এবং যুক্তরাষ্ট্রের শক্তিশালী মিত্র হিসেবে কাজ করছে। তিনি আরও জানান, কাতারের নেতৃত্বকে আশ্বস্ত করেছেন যে ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না। একইসঙ্গে সব জিম্মিকে মুক্তি ও যুদ্ধ অবসানের আহ্বান জানান তিনি।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর