[email protected] বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
২৫ ভাদ্র ১৪৩২

এপস্টাইনের জন্মদিনে চিঠি পাঠিয়েছিলেন ট্রাম্প, প্রকাশ হলো নথি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০৯ পিএম

ছবি: সংগৃহীত

বিতর্কিত মার্কিন ব্যবসায়ী জেফ্রি এপস্টাইনের জন্মদিন উপলক্ষে তৈরি একটি অ্যালবাম ও ডোনাল্ড ট্রাম্পের লেখা কথিত চিঠি সামনে আসায় যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

সোমবার মার্কিন কংগ্রেসের হাউস ওভারসাইট কমিটির ডেমোক্র্যাট সদস্যরা এই চিঠি প্রকাশ করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি।

চিঠিতে যৌন ইঙ্গিতপূর্ণ বার্তা থাকায় সমালোচনা দেখা দিলেও ট্রাম্প জোর দিয়ে দাবি করেছেন, এটি জাল। তাঁর বক্তব্য, “এগুলো আমার লেখা নয়, আমি ছবি আঁকি না।” হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটও জানান, প্রেসিডেন্ট ট্রাম্প এ লেখা বা আঁকার সঙ্গে সম্পৃক্ত নন এবং আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

রিপাবলিকান কংগ্রেসম্যান বায়রন ডোনাল্ডস বলেন, স্বাক্ষরটি ট্রাম্পের নয়। তবে কংগ্রেসম্যান থমাস ম্যাসির মতে, চিঠিটি এপস্টাইনের অপরাধ প্রমাণে ভুক্তভোগীদের সহায়তা করবে না।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই অ্যালবাম প্রকাশ এপস্টাইনের পাশাপাশি তাঁর সঙ্গে সম্পর্কিত প্রভাবশালী রাজনীতিক ও ধনীদের ভূমিকা নিয়ে নতুন প্রশ্ন তুলবে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর