[email protected] বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
২৫ ভাদ্র ১৪৩২

বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০৯ পিএম

ছবি: সংগৃহীত

ওপেক প্লাস তেল উৎপাদন প্রত্যাশার তুলনায় ধীর গতিতে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। মঙ্গলবার ব্রেন্ট ক্রুডের দাম ৩৫ সেন্ট বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল ৬৬ দশমিক ৩৭ ডলার এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ৩২ সেন্ট বেড়ে ৬২ দশমিক ৫৮ ডলারে পৌঁছায়।

রোববার সংগঠনটি জানায়, অক্টোবর থেকে তারা দৈনিক মাত্র ১ লাখ ৩৭ হাজার ব্যারেল উৎপাদন বাড়াবে। অথচ এর আগে আগস্ট ও সেপ্টেম্বরে মাসিক গড়ে ৫ লাখ ৫৫ হাজার ব্যারেল করে উৎপাদন বৃদ্ধি করা হয়েছিল। বিশ্লেষকরা এবারও উৎপাদন বৃদ্ধির মাত্রা বেশি হবে বলে আশা করেছিলেন।

এছাড়া রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা নিয়েও বাজারে উদ্বেগ দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপ এ বিষয়ে আলোচনা চালাচ্ছে। এতে তেল সরবরাহে ঘাটতির আশঙ্কা তৈরি হওয়ায় বাজারে দামের ঊর্ধ্বগতি আরও তীব্র হয়েছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর