ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অধিকৃত পশ্চিম তীরকে পুরোপুরিভাবে দেশের মানচিত্রে যুক্ত করার পরিকল্পনা প্রকাশ করেছেন এবং এ লক্ষ্যে তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এ পদক্ষেপকে কেন্দ্র করে সংযুক্ত আরব আমিরাতের পর এবার কঠিন হুমকি দিয়েছে সৌদি আরব।
সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান স্পষ্টভাবে বলেছেন, পশ্চিম তীর দখলের চেষ্টা করলে তেল আবিবের সঙ্গে সৌদি আরবসহ আরব বিশ্বের স্বাভাবিক সম্পর্ক স্থাপনের সব সম্ভাবনা চিরতরে শেষ হয়ে যাবে। এ অবস্থায় আব্রাহাম চুক্তির ভবিষ্যতও চরমভাবে ঝুঁকির মুখে।
গত ২৩ মাস ধরে হামাস উৎখাত ও জিম্মি মুক্তির নামে গাজায় ইসরায়েলি সেনারা নির্মম হত্যাযজ্ঞ চালাচ্ছেন। বিশ্বব্যাপী নিন্দা সত্ত্বেও মার্কিন সমর্থন পেয়ে নেতানিয়াহু প্রশাসন আরও বেপরোয়া হয়ে উঠেছে। সম্প্রতি গাজা সিটি দখলের পরিকল্পনা বাস্তবায়নের সঙ্গে সঙ্গে পশ্চিম তীরকে মানচিত্রে মিশিয়ে দেওয়ার উদ্যোগও প্রকাশ্যে এসেছে।
ইসরায়েলি ও আরব গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আব্রাহাম চুক্তি রক্ষা করতে এবং সৌদি–ইসরায়েল সম্পর্ককে স্থায়ী করতে, তেল আবিবকে পশ্চিম তীর দখল থেকে সরে আসতে হবে।
মন্তব্য করুন: