[email protected] সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
২৪ ভাদ্র ১৪৩২

ব্যবহারের জন্য প্রস্তুত, রাশিয়ার ক্যান্সারের টিকা, শিগগিরই আসছে অনুমোদন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০৯ পিএম

ফাইল ছবি

রাশিয়া ক্যান্সার চিকিৎসায় এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। দেশটির ফেডারেল মেডিকেল-বায়োলজিক্যাল এজেন্সির প্রধান ভেরোনিকা স্কভোরৎসোভা জানিয়েছেন, নতুন এক ক্যান্সার টিকা প্রাক-ক্লিনিকাল পরীক্ষায় অসাধারণ ফল দেখিয়েছে এবং এখন এটি প্রয়োগের জন্য প্রস্তুত। টিকাটি বর্তমানে রুশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

ভ্লাদিভোস্তকে ‘ইস্টার্ন ইকোনমিক ফোরাম’-এ দেওয়া এক সাক্ষাৎকারে স্কভোরৎসোভা বলেন, তিন বছর ধরে চলা পরীক্ষায় টিকাটি টিউমারের বৃদ্ধি কমাতে ও নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে। কিছু ক্যান্সারে এর কার্যকারিতা ৬০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত প্রমাণিত হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এটি রোগীদের বেঁচে থাকার হার বাড়িয়েছে।

প্রথম ধাপে টিকা কোলোরেক্টাল ক্যান্সারের জন্য চালু করা হবে। পরে ধাপে ধাপে গ্লিওব্লাস্টোমা (মস্তিষ্কের ক্যান্সার) ও মেলানোমা (ত্বকের ক্যান্সার) চিকিৎসায় ব্যবহৃত হবে।

টিকাটি তৈরি করেছে গামালেয়া ইনস্টিটিউট, যারা এর আগে স্পুটনিক ভি কোভিড-১৯ টিকা বানিয়েছিল। এই টিকা এমআরএনএ প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে রোগীর ইমিউন সিস্টেমকে ক্যান্সার কোষ ধ্বংস করতে প্রশিক্ষণ দেয়।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর