তিনজন অতিথিকে বিষাক্ত মাশরুম রান্না করে পরিবেশন করে হত্যা করেছিলেন অস্ট্রেলিয়ান নারী এরিন প্যাটারসন। দুই বছর আগে ২০২৩ সালের ২৯ জুলাই এক দুপুরে খাবারের টেবিলে এ ঘটনা ঘটে। তিন আত্মীয়কে হত্যা এবং আরো একজনকে হত্যাচেষ্টার অভিযোগে দোষি সাব্যস্ত হয়েছেন তিনি।
অস্ট্রেলিয়ার মেলবোর্ন সুপ্রিম কোর্ট সোমবার এরিন প্যাটারসনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে, যেখানে ৩৩ বছর প্যারোল ছাড়াই কাটাতে হবে। ২০২৩ সালের ২৯ জুলাই তিনি তার শ্বশুর, শাশুড়ি, চাচা ও চাচীকে বিষাক্ত ‘ডেথ ক্যাপ’ মাশরুম খাইয়ে হত্যা করেন। আরও একজনকে হত্যাচেষ্টার অভিযোগে দোষি সাব্যস্ত হয়েছেন।
মামলার শুনানি চলাকালীন প্যাটারসন প্রায় আবেগপ্রকাশ করেননি। বিচারক বলেছেন, এটি পূর্বপরিকল্পিত হত্যার ঘটনা এবং এর প্রভাব তার নিজের সন্তানদের ওপরও পড়েছে।
এরিন প্যাটারসনের কাছে তার সাজা বা দোষি সাব্যস্ত হওয়ার বিরুদ্ধে আপিল করার সময় রয়েছে আগামী ৬ অক্টোবর মধ্যরাত পর্যন্ত। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের ছোট শহর মর্লোলে প্যাটারসনের এই বিচার বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেছে।
মন্তব্য করুন: