[email protected] সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
২৪ ভাদ্র ১৪৩২

মিয়ানমারের রাখাইনে ভয়াবহ সংঘর্ষ: জান্তা সেনাদের সঙ্গে তীব্র লড়াইয় আরাকান আর্মির

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০৯ পিএম

ফাইল ছবি

মিয়ানমারের রাখাইন রাজ্যে ফের ভয়াবহ সংঘর্ষ শুরু হয়েছে। জান্তা সেনারা আরাকান আর্মিকে তিন দিক থেকে ঠেলে দিতে ব্যাপক হামলা চালাচ্ছে। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকা ও কৌশলগত স্থানে তীব্র লড়াই চলছে।

দ্য ইরাবতীর খবরে বলা হয়েছে, এএ দাবি করেছে সংঘর্ষে জান্তা সেনারা পিছু হটে মরদেহ, অস্ত্র ও সরঞ্জাম ফেলে গেছে। রাখাইন-মগওয়ে সীমান্তের সাম তাত এলাকায় ভয়াবহ যুদ্ধ হয়।

সংঘাত বাগো ও আয়েয়ারওয়াদি অঞ্চলেও ছড়িয়ে পড়েছে। বাগোতে হারানো ঘাঁটি পুনর্দখলে জান্তা বাহিনী দেড় হাজারের বেশি সেনা মোতায়েন করেছে।

রাখাইনের কৌশলগত শহর কায়াকফিউ নিয়ন্ত্রণে নিতে এএ চাপ বাড়াচ্ছে। এখানে রয়েছে চীনের বড় বিনিয়োগ গভীর সমুদ্রবন্দর, অর্থনৈতিক অঞ্চল ও জ্বালানি পাইপলাইন। তবে জান্তা দাবি করছে, তারা শহরের কিছু স্থাপনা পুনর্দখল করেছে।

এএ এখন পর্যন্ত রাখাইনের ১৭টির মধ্যে ১৪টি টাউনশিপ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর