যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, গাজায় শিগগিরই একটি সমঝোতা হতে পারে। এর মূল লক্ষ্য হামাসের হাতে আটক সব জিম্মির মুক্তি। রোববার ওয়াশিংটনে ফিরে সাংবাদিকদের তিনি জানান, এ বিষয়ে আলোচনায় অগ্রগতি হয়েছে এবং শিগগিরই ঘোষণা আসতে পারে।
ট্রাম্প বলেন, “আমরা চাই এটি শেষ হোক, জিম্মিরা ফিরে আসুক।” তবে বিস্তারিত কিছু জানাননি। এর আগে তিনি হামাসকে “চূড়ান্ত সতর্কবার্তা” দিয়ে বলেন, ইসরায়েল তার শর্ত মেনে নিয়েছে, এখন হামাসকেও মানতে হবে।
হামাস জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের প্রস্তাব পেয়েছে এবং মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা করছে। তবে তাদের দাবি যুদ্ধ বন্ধের স্পষ্ট ঘোষণা ও ইসরায়েলি সেনা প্রত্যাহার।
এদিকে ইসরায়েলের এক কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্পের প্রস্তাবকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।
মন্তব্য করুন: