জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। রোববার দেশটির গণমাধ্যম এনএইচকে ওয়ার্ল্ডের প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে। ইশিবা গত বছরের অক্টোবর মাসে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তবে সম্প্রতি সংসদের উচ্চকক্ষে তাঁর নেতৃত্বাধীন জোট সংখ্যাগরিষ্ঠতা হারায়।
দলীয় নেতাদের চাপ ও সমালোচনার মুখে পড়ে পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নেন তিনি। সাতদিন আগে পদত্যাগের গুঞ্জন ছিল, কিন্তু তখন তা নাকচ করেছিলেন। এখন সপ্তাহখানিক পর তিনি পদত্যাগের সিদ্ধান্তে পৌঁছেছেন।
প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি মুদ্রাস্ফীতি মোকাবিলা ও ডেমোক্রেটিক পার্টিতে (এলডিপি) সংস্কার আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে নিম্নকক্ষে এবং জুলাইয়ে উচ্চকক্ষে এলডিপি ও জোটের সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর রাজনৈতিক চাপে পড়েন।
আগামী সোমবার এলডিপিতে বিশেষ নেতৃত্ব নির্বাচন অনুষ্ঠিত হবে। দলীয় বিভাজন এড়াতে ইশিবার পদত্যাগকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।
মন্তব্য করুন: