[email protected] সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
২৪ ভাদ্র ১৪৩২

গাজায় দুই বছরের যুদ্ধে ২৭০০ পরিবার নিশ্চিহ্ন, ধ্বংস হয়েছে ৯০ শতাংশ অবকাঠামো

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৯ পিএম

ছবি: সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় দুই বছরেরও বেশি সময়ে ২ হাজার ৭০০টি পরিবার ‘নিশ্চিহ্ন’ হয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিসের শনিবার (৬ সেপ্টেম্বর) প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, এসব পরিবারের কেউ বেঁচে নেই।

টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, দুই বছরের যুদ্ধে গাজার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে। ক্ষতির পরিমাণ ৬ হাজার ৮০০ কোটি ডলারের বেশি। ধ্বংস হয়েছে ৩৮টি হাসপাতাল, ৮৩৩টি মসজিদ ও ১৫০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠান।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার একদিনে ইসরায়েলি হামলায় আরও ৬৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ৪৫ জন গাজা শহরে নিহত। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৬৪ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ২০ হাজারের বেশি শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ভিক্ষের কারণে ৩৮২ জন মারা গেছেন, এর মধ্যে ১৩৫ শিশু।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর