[email protected] সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
২৪ ভাদ্র ১৪৩২

নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় নিহত অন্তত ৬০ জন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৯ পিএম

ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো রাজ্যে জঙ্গিগোষ্ঠী বোকো হারামের ভয়াবহ হামলায় কমপক্ষে ৬০ জন নিহত হয়েছেন। শুক্রবার রাতে নাইজেরিয়া-ক্যামেরুন সীমান্তবর্তী দারুল জামাল গ্রামে এ হামলা চালানো হয়।

স্থানীয় কর্মকর্তারা জানান, সশস্ত্র জঙ্গিরা প্রথমে গ্রামের সামরিক ঘাঁটি লক্ষ্য করে আক্রমণ চালায়, এতে পাঁচ সেনা সদস্য নিহত হন। পরে বিমান বাহিনীর পাল্টা অভিযানে অন্তত ৩০ জন জঙ্গি নিহত হয়েছে।

হামলার সময় গ্রামটির বহু বাস্তুচ্যুত মানুষ পুনর্বাসনের উদ্দেশ্যে ফিরে আসছিলেন। এ ঘটনায় ২০টিরও বেশি বাড়িঘর ও ১০টি যানবাহন ধ্বংস হয়। রয়টার্স জানায়, নিহতদের মধ্যে পুনর্গঠন কাজে নিয়োজিত অন্তত ১৩ জন শ্রমিক ও ড্রাইভারও রয়েছেন।

শনিবার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বর্নো প্রদেশের গভর্নর বাবাগানা জুলুম বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক। কয়েক মাস আগে এই মানুষগুলো স্বাভাবিক জীবনে ফিরছিল।” তিনি স্বীকার করেন, সেনাদের জনবল এখনো অপর্যাপ্ত। তবে বিদ্রোহ দমনে নতুন গঠিত ফরেস্ট গার্ডস বাহিনী সেনাদের সহায়তা করবে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর