[email protected] সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
২৪ ভাদ্র ১৪৩২

কিয়েভে রাশিয়ার হামলায় শিশুসহ তিনজন নিহত, সরকারি ভবনে আগুন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৯ পিএম

ছবি: সংগৃহীত

রাশিয়ার সারা রাতের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভে অন্তত তিনজন নিহত হয়েছেন, তাদের মধ্যে একটি শিশু ও এক তরুণী রয়েছে। আহত হয়েছেন আরও ১৮ জন, যাদের মধ্যে একজন গর্ভবতী নারীও রয়েছেন।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিৎসকো জানান, শহরের কেন্দ্রস্থলে সরকারি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে, পাশাপাশি পেচেরস্কি জেলায় ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠতে দেখা গেছে। অন্যদিকে দারনিতস্কি জেলায় এক বৃদ্ধা বোমা আশ্রয়কেন্দ্রে প্রাণ হারান।

ড্রোনের ধ্বংসাবশেষে ১৬ তলা একটি ভবন এবং আরও কয়েকটি নয় তলা ভবনে আগুন লাগে, যার ফলে আংশিক ধ্বংসসাধন হয়েছে। স্বিয়াতোশিনস্কি জেলাতেও একটি নয়তলা ভবনের কয়েকটি ফ্লোর ধসে পড়েছে। জরুরি বিভাগের প্রকাশিত ছবিতে ভাঙাচোরা ভবন থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। ইউক্রেনের সামরিক প্রশাসন অভিযোগ করেছে, রাশিয়া সচেতনভাবেই বেসামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে। এছাড়া ক্রেমেনচুকে একাধিক বিস্ফোরণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয় এবং ওডেসা ও ক্রিভি রিহ শহরেও বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর