বিশ্বের সবচেয়ে বড় হিমশৈল এ২৩এ দ্রুত ভেঙে একাধিক টুকরোতে পরিণত হচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভে (বিএএস)। ১৯৮৬ সালে অ্যান্টার্কটিকার ফিলচনার আইসশেলফ থেকে বিচ্ছিন্ন হয়ে সমুদ্রতলে আটকে পড়েছিল এই হিমশৈল। দীর্ঘ সময় স্থির থাকার পর এটি ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হচ্ছে।
একসময় এর আকার ছিল প্রায় ৩ হাজার ৯০০ বর্গকিলোমিটার, যা একটি বড় শহরের চেয়েও বিস্তৃত এলাকা। সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, হিমশৈলটি এখন দ্রুত ভাঙন প্রক্রিয়ায় রয়েছে এবং ভবিষ্যতে এর আরও অংশ ভেঙে পড়তে পারে।
বিজ্ঞানীদের মতে, সমুদ্রের উষ্ণ পানি ও তাপমাত্রা বৃদ্ধির কারণে অ্যান্টার্কটিকা ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠছে। এর ফলে শুধু এ২৩এ নয়, আরও অনেক হিমশৈল ক্ষয়প্রাপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবই এই ভাঙন ত্বরান্বিত করছে বলে মনে করছেন গবেষকরা।
মন্তব্য করুন: