[email protected] শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
২২ ভাদ্র ১৪৩২

যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা: আরও একটি যুদ্ধ আসন্ন!

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০৯ পিএম

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার মাদক কার্টেল দমনে সামরিক পদক্ষেপের পরিকল্পনা করছেন। এ জন্য ওয়াশিংটনের নির্দেশে ১০টি এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান পুয়ের্তো রিকোর ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে।

মার্কিন কর্মকর্তাদের মতে, এসব কার্টেলকে “নারকো-টেররিস্ট সংগঠন” হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে এবং সরাসরি সামরিক হামলার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

অন্যদিকে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন, ট্রাম্প প্রশাসন তার দেশে শাসন পরিবর্তনের ষড়যন্ত্র করছে। তিনি সতর্ক করে বলেন, আক্রমণ হলে তাৎক্ষণিকভাবে সশস্ত্র প্রতিরোধ শুরু হবে। বর্তমানে দেশটির সেনাবাহিনীতে ৩ লাখ ৪০ হাজার সদস্য ও মিলিশিয়া-রিজার্ভসহ ৮০ লাখের বেশি যোদ্ধা রয়েছে বলে দাবি করেন তিনি।

ক্যারিবীয় সাগরে ইতিমধ্যেই মার্কিন যুদ্ধজাহাজ, ৪৫০০ মেরিন ও নাবিক এবং একটি পারমাণবিক সাবমেরিন মোতায়েন হয়েছে। সম্প্রতি মার্কিন বাহিনী ভেনেজুয়েলার একটি স্পিডবোট ধ্বংস করে ১১ জনকে হত্যা করে, যা আন্তর্জাতিকভাবে সমালোচিত হয়েছে। বিশেষজ্ঞরা এ হামলার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর