পূর্ব আফগানিস্তানে প্রাণঘাতী ভূমিকম্পের কয়েক দিন পরও হাজারো মানুষ নিরাপদ আশ্রয়হীন অবস্থায় দিনাতিপাত করছে। নাঙ্গরহার প্রদেশের দারা-ই-নূর গ্রামে ইমরান মোহাম্মদ আরেফ বলেন, “আমার বাড়ি ধ্বংস হয়ে গেছে।
পরিবারের সদস্যদের নিয়ে বাইরে প্লাস্টিকের মাদুরে ঘুমাতে হচ্ছে।” খাবারের সংকটও তীব্র, আর ধ্বংসস্তূপের পাশে খোলা আকাশের নিচের স্থানটুকুই তাদের ভরসা।
জালালাবাদের একজন চিকিৎসক জানান, “প্রতিবার মাটি কাঁপলে মনে হয় বাড়ি ভেঙে পড়বে। বাগানে ঘুমাই। বারবার মনে হয়, এই বুঝি আরেকটি কম্পন আসবে।” কুনারের প্রত্যন্ত গ্রামগুলো ভূমিধসের কারণে এখনো সাহায্য থেকে বিচ্ছিন্ন। স্থানীয় কর্মকর্তা ইজাজ উল হক ইয়াদ সতর্ক করেছেন, নিম্নভূমিতে আশ্রয় নেওয়া ঝুঁকিপূর্ণ।
জাতিসংঘের কাছে বিতরণের জন্য ১৪ হাজার তাঁবু প্রস্তুত আছে। আন্তর্জাতিক রেডক্রস ও রেড ক্রিসেন্ট ফেডারেশনও প্রায় ৭০০ তাঁবু নিয়ে সাহায্যে এসেছে, কিন্তু দূরবর্তী গ্রামে পৌঁছানো যাচ্ছে না। ক্ষতিগ্রস্তরা আকুল আহ্বান জানাচ্ছে। শিশুদের শিক্ষা কার্যক্রমও বন্ধ, এবং বিশেষ করে আফগান শিশুদের জন্য অপুষ্টি ও তীব্র ক্ষুধার পরিস্থিতি উদ্বেগজনক।
মন্তব্য করুন: