[email protected] বৃহঃস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
২০ ভাদ্র ১৪৩২

পুতিনের সঙ্গে বৈঠক শেষে কিমের সব চিহ্ন মুছে নিল নিরাপত্তারক্ষীরা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০৯ পিএম

ফাইল ছবি

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দুই ঘণ্টার বৈঠক শেষে তার ব্যবহৃত স্থানটি সম্পূর্ণ নিখুঁতভাবে পরিষ্কার করার নির্দেশ দেন।

কিমের নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষার জন্য তার সহকর্মীরা বৈঠকের কক্ষের চা কাপ, টেবিল, চেয়ারের হাতলসহ প্রতিটি জিনিস বিশেষ যত্নে পরিষ্কার করেন। বৈঠকের কোনও চিহ্ন যেন না থাকে, সেদিকে খেয়াল রাখা হয়।

বিশ্লেষকরা মনে করছেন, কিম বিদেশি গোয়েন্দা সংস্থার নজর এড়াতে এমন সতর্ক ব্যবস্থা নেন। তার সঙ্গে ব্যক্তিগত টয়লেটও থাকায় স্বাস্থ্য সম্পর্কিত তথ্যও গোপন থাকে। এর আগে তার বিদেশ সফরগুলোতেও এই ধরনের নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে।

বৈঠক শেষে পুতিনের সঙ্গে কোরিয়ার এই নেতার প্রয়োগকৃত কৌশল আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দৃষ্টি আকর্ষণ করেছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর