[email protected] বৃহঃস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
২০ ভাদ্র ১৪৩২

আর্জেন্টিনায় ৫.৮ মাত্রার ভূমিকম্পের আঘাত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০৯ পিএম

ফাইল ছবি

আর্জেন্টিনার সাল্টা প্রদেশে বৃহস্পতিবার ৫.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপীয়ান ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (EMSC) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৯২ কিলোমিটার গভীরে।

তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে, গত মে মাসে আর্জেন্টিনা ও চিলির দক্ষিণাঞ্চলীয় উপকূলে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। আর্জেন্টিনায় বড় ধরনের ভূমিকম্পের ইতিহাস তুলনামূলকভাবে কম হলেও, দেশটির পশ্চিমাঞ্চল সবসময় মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্পের ঝুঁকিতে থাকে। বিশেষ করে আন্দিজ পর্বতমালা অঞ্চল, যা চিলির সীমান্তবর্তী পশ্চিম অংশে অবস্থিত, ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। কারণ, এই অঞ্চলটি নাজকা প্লেট ও দক্ষিণ আমেরিকান প্লেটের সংঘর্ষস্থলে অবস্থিত।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর