[email protected] বৃহঃস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
২০ ভাদ্র ১৪৩২

নেতানিয়াহুর বাড়ির সামনে অবরোধ ও আগুন: গাজা দখলের পরিকল্পনার বিরুদ্ধে তীব্র বিক্ষোভ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০৯ পিএম

ছবি: সংগৃহীত

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজার দখল পরিকল্পনার বিরুদ্ধে দখলকৃত জেরুজালেমে ব্যাপক বিক্ষোভ হয়েছে।

বিক্ষুব্ধরা নেতানিয়াহুর বাড়ির সামনে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানায় এবং একটি গাড়িও ভস্মীভূত করে। প্রতিবাদ চলাকালীন সময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটে, নেসেট ভবনের সামনে লোক জমায়েত হয় এবং কিছু সময়ের জন্য রেললাইনও অবরোধ করা হয়। এরপর পুলিশ জল কামান ব্যবহার করে অবরোধকারীদের সরিয়ে দেয়।

বিক্ষোভকারীরা অভিযোগ করে, নেতানিয়াহু রাজনৈতিক স্বার্থে চুক্তি না করে গাজার ওপর হামলা জোরদার করছেন, যার ফলে হামাসের কাছে আটক ৪৮ জন ইসরায়েলির জীবনের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে। তারা বিশ্বাস করেন এ ধরনের পদক্ষেপ সন্ত্রাসবাদকে দীর্ঘায়িত করবে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর