[email protected] বৃহঃস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
২০ ভাদ্র ১৪৩২

এবার আগ্রাসী ইসরায়েলকে কঠিন হুঁশিয়ারি দিল আরব আমিরাত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৯ পিএম

ফাইল ছবি

গাজার ওপর ইসরায়েলের টানা আগ্রাসন ও পশ্চিম তীরকে নিজেদের ভূখণ্ডে অন্তর্ভুক্ত করার পরিকল্পনার কারণে সংযুক্ত আরব আমিরাত প্রকাশ্যে কঠোর হুঁশিয়ারি দিয়েছে।

ইউএই জানিয়েছে, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ প্রস্তাব লঙ্ঘন করার পাশাপাশি দীর্ঘদিন ধরে আলোচিত দ্বি-রাষ্ট্র সমাধানকে সম্পূর্ণভাবে ধ্বংস করবে।

আরব বিশ্বের অন্যতম প্রভাবশালী এই দেশটির মতে, ২০২০ সালে স্বাক্ষরিত আব্রাহাম চুক্তি, যার মাধ্যমে ইসরায়েলের সঙ্গে তাদের আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপিত হয়েছিল, সেটিও গভীর সংকটে পড়তে পারে। ইউএই-এর জাতিসংঘস্থ স্থায়ী প্রতিনিধি ও জ্যেষ্ঠ কূটনীতিক লানা নুসেইবেহ স্পষ্ট ভাষায় বলেছেন, পশ্চিম তীরকে যুক্ত করা হলে সেটি হবে এক “চরম সীমা লঙ্ঘন”, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

গাজায় ইতিমধ্যেই ২৩ মাস ধরে চলছে ইসরায়েলের অবরোধ ও বেসামরিক মানুষ হত্যার মর্মান্তিক ধারা। এতে হাজারো প্রাণহানি ঘটেছে, লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এই অবস্থায় ইউএই-এর হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের কূটনৈতিক টানাপোড়েন আরও বাড়িয়ে তুলতে পারে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ ইউএই-এর এই অবস্থানকে স্বাগত জানালেও, ইসরায়েলের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে পরিস্থিতি কোন দিকে গড়াবে, তা নিয়ে গভীর অনিশ্চয়তা বিরাজ করছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর