[email protected] বৃহঃস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
২০ ভাদ্র ১৪৩২

ইন্দোনেশিয়ায় ছাত্র বিক্ষোভে উত্তেজনা, সরকারের সঙ্গে বৈঠকের অপেক্ষা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৯ পিএম

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পার্লামেন্টের সামনে ব্যাপক ছাত্র আন্দোলন শুরু হয়েছে। বিইএম-এসআই নামে ছাত্র সংগঠনটির নেতৃত্বে হাজারো শিক্ষার্থী, শ্রমিক ও অধিকার সংগঠন একত্র হয়ে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করছে।

আন্দোলনের সূচনা হয় মোটরসাইকেল চালককে পুলিশের গাড়ি চাপা দেওয়ার ঘটনায়; এ পর্যন্ত অন্তত ১০ জন নিহত ও সহস্রাধিক মানুষ আহত হয়েছে। সংঘর্ষে লুটপাট ও পুলিশের কড়া দমনপীড়নও দেখা গেছে।

শিক্ষার্থীরা অভিযোগ করছে, শুধু পুলিশি সহিংসতাই নয়, সরকারের দুর্নীতি ও আইনকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের বিরুদ্ধেও এ আন্দোলন। তারা পার্লামেন্টে বৈঠকের আবেদন করলেও এখনো সরকার সরাসরি আলোচনায় বসেনি। শ্রমিক সংগঠন গেবরাক-এর সদস্যরাও শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে যোগ দিয়েছে। তাদের দাবি—আটককৃতদের মুক্তি ও স্বচ্ছ তদন্ত।

এদিকে প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ানতো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর হতে নির্দেশ দিয়েছেন এবং চলমান বিক্ষোভকে “সন্ত্রাসবাদ ও রাষ্ট্রদ্রোহের সঙ্গে সম্পৃক্ত” বলে মন্তব্য করেছেন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর