[email protected] বৃহঃস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
২০ ভাদ্র ১৪৩২

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত ১,৪১১, উদ্ধারকাজে আশার আলো ক্ষীণ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০৯ পিএম

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ১,৪১১ জন নিহত ও ৩,১২৪ জন আহত হয়েছেন। কুনার প্রদেশের মাজার দারা ও নুরগাল জেলার গ্রামগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভূমিকম্পের পর ভূমিধসের কারণে উদ্ধারকর্মীরা দুর্গম গ্রামগুলোতে পৌঁছাতে পারছেন না। স্থানীয় এক বাসিন্দা জানান, তার পরিবারের সবাই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে, শুধু তার নাতি জীবিত রয়েছে।

আন্তর্জাতিক সাহায্য সংস্থা সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, তাদের একটি দল ২০ কিলোমিটার পথ হেঁটে মেডিকেল সরঞ্জাম নিয়ে দুর্গম গ্রামে পৌঁছেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আশঙ্কা করছে, ধ্বংসস্তূপের নিচে আরও বহু মানুষ আটকা পড়ে আছেন, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

তালেবান সরকার ১৫৫টি হেলিকপ্টার ফ্লাইটের মাধ্যমে ২,০০০ জন আহতকে হাসপাতালে নিয়ে গেছে। তবে, ত্রাণকর্মীরা জানান, ত্রাণসামগ্রী ও আশ্রয়ের অভাবে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর