[email protected] বৃহঃস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
২০ ভাদ্র ১৪৩২

ইন্দোনেশিয়ায় ফ্রি মিল খেয়ে ৪০০ শিক্ষার্থী অসুস্থ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০৯ পিএম

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার পশ্চিম বাঙকুলু প্রদেশে ফ্রি স্কুল মিল খেয়ে প্রায় ৪০০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।

এটি প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর ফ্রি মিল কর্মসূচির আওতায় সবচেয়ে বড় খাদ্য বিষক্রিয়ার ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে। শিক্ষার্থীরা পেটে ব্যথা, বমি, ডায়রিয়া ও মাথাব্যথার মতো উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পর সংশ্লিষ্ট রান্নাঘরটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। গত মাসে মধ্য জাভার শ্রাগেন জেলায়ও ফ্রি মিলের কারণে ৩৬৫ জন অসুস্থ হয়েছিল। প্রাথমিক পরীক্ষায় খাদ্যদ্রব্যের দূষণ ও অস্বাস্থ্যকর পরিবেশকে দায়ী করা হয়েছে। এই কর্মসূচি ২০২৫ সালের জানুয়ারি থেকে চালু হয় এবং চলতি বছরের শেষে ৮৩ মিলিয়ন মানুষকে খাদ্য সরবরাহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর