[email protected] বৃহঃস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
২০ ভাদ্র ১৪৩২

মালয়েশিয়ায় ‘অপস বেলাঞ্জা’ অভিযানে ৩৯৬ বাংলাদেশি আটক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০৯ পিএম

ফাইল ছবি

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকায় ব্যাপক অভিবাসনবিরোধী অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। মঙ্গলবার রাত সাড়ে ৭টা থেকে দুই ঘণ্টার এই অভিযানে মোট ৭৭০ জন বিদেশিকে আটক করা হয়।

অভিযানটির নাম দেওয়া হয় “অপস বেলাঞ্জা”। এতে অংশ নেন শতাধিক অভিবাসন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। অভিযান চলাকালে পর্যটক-ঘন এই এলাকাকে কৌশলে লকডাউন করে বিদেশিদের নথিপত্র যাচাই করা হয়। একে একে রাস্তাঘাট, দোকানপাট, ভবনের ছাদ এমনকি টেবিলের নিচ থেকে লুকানো অবস্থায় বহু অভিবাসীকে বের করা হয়।

আটক হওয়া বিদেশিদের মধ্যে ৩৯৬ জন বাংলাদেশি, যাদের মধ্যে ৩৯৪ জন পুরুষ ও ২ জন নারী। এছাড়া ২৩৫ জন মিয়ানমার, ৭২ জন নেপাল, ৫৮ জন ভারত ও ১৭ জন ইন্দোনেশিয়ার নাগরিকও আটক হন। অভিযানের সময় মোট ২,৪৪৫ জনকে যাচাই করা হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, বৈধ ভিসা ও পারমিট ছাড়াই অবস্থান এবং অনুমোদন ছাড়া কাজ করার কারণেই এসব অভিবাসীকে আটক করা হয়েছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর