[email protected] বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
১৯ ভাদ্র ১৪৩২

ট্রাম্পের শুল্কে কাঁপছে ভারতের অর্থনীতি: রুপির রেকর্ড পতন ও বাজারে ধস

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০৯ পিএম

ফাইল ছবি

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনরায় ক্ষমতায় এলে ৫০ শতাংশ আমদানি শুল্ক আরোপ করবেন বলে ঘোষণা দিয়েছেন। এতে চাপের মুখে পড়েছে ভারতসহ একাধিক উন্নয়নশীল অর্থনীতি।

ভারতের রপ্তানিনির্ভর খাত এই ঘোষণার পর থেকেই সংকটে রয়েছে। এর প্রভাব পড়েছে মুদ্রা ও পুঁজিবাজারেও।

সোমবার রুপির দাম ডলারের বিপরীতে সর্বনিম্ন রেকর্ড ছুঁয়েছে প্রতি ডলারে ৮৮.৩৩ রুপি। যদিও দিনের শেষে তা কিছুটা ঘুরে দাঁড়িয়ে ৮৮.১০ রুপিতে স্থিত হয়। বিশ্লেষকদের মতে, বিদেশি বিনিয়োগকারীরা শেয়ারবাজার থেকে টানা অর্থ তুলে নিচ্ছেন। গত তিন কার্যদিবসে প্রায় ২.৪ বিলিয়ন ডলার তুলে নিয়েছে তারা।

বিশ্ববাজারে ডলারের চাহিদা বাড়া, ভারতের আমদানি নির্ভরতা এবং রপ্তানি হ্রাস সব মিলিয়ে রুপির ওপর চরম চাপ তৈরি হয়েছে। এর ফলে ভারতের শেয়ারবাজারেও বড় ধরনের ধস দেখা গেছে। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করলেও তা এখনো পর্যাপ্ত নয় বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

ট্রাম্পের সম্ভাব্য নীতির ফলে ভারতের রপ্তানি প্রতিযোগিতা হ্রাস পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে কর্মসংস্থান ও শিল্প খাতে দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর