[email protected] বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
১৯ ভাদ্র ১৪৩২

সুদানের দারফুরে ভূমিধসে নিঃস্ব হয়ে গেল একটি গ্রাম, প্রাণ হারালেন এক হাজারেরও বেশি মানুষ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৯ পিএম

ছবি: সংগৃহীত

সুদানের পশ্চিম দারফুরে মার্রাহ পর্বতমালায় অবস্থিত তরাসিন গ্রাম একটি বিধ্বংসী ভূমিধসের কবলে পড়ে। কয়েকদিন ধরে প্রবল বর্ষণের ফলে ভূমি ভেঙে নেমে আসে এবং গ্রামটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়।

সুদান লিবারেশন মুভমেন্ট-আর্মি (এসএলএম-এ) জানায়, কয়েকশ গ্রামবাসী নিহত হয়েছেন; অনুমান করা হচ্ছে মৃত্যুর সংখ্যা এক হাজার ছাড়িয়েছে, সারাজীবনে এই ধরনের ভয়ংকর ঘটনা অত্যন্ত বিরল। মাত্র একজন বঞ্চিত ও বেঁচে যাওয়ার খবর পাওয়া গেছে।

দারফুরের গভর্নর মিননি মিনাওয়ী এই ঘটনাকে "মানবিক বিপর্যয়" মনে করেন। তিনি আন্তর্জাতিক সহায়তা আসা পর্যন্ত মরদেহ উদ্ধারে সহায়তা করার আবেদন জানিয়েছেন। দারফুরে দুই বছরেরও অধিক সংঘর্ষে আক্রান্ত প্রায় দুই কোটি লোক মানবিক সহায়তার বাইরে, গ্রীষ্মের বর্ষণ মৌসুমে এমন দুর্ভাগ্যজনক বিপর্যয়ের ক্ষতির মাত্রা আরও বৃদ্ধি পেয়েছে।

এই ভূমিধস সুদানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণনাশকারী প্রাকৃতিক দুর্যোগে গণ্য করা হচ্ছে। সংঘাত ও অবরুদ্ধ এলাকার কারণে উদ্ধারকাজ ও জরুরি সহায়তা পৌঁছানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর