[email protected] বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
১৯ ভাদ্র ১৪৩২

ইসলামি সংগঠনের চাপে অনুষ্ঠান বাতিল, মমতার দিকে অভিযোগের তির ছুড়লেন জাভেদ আখতার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০৯ পিএম

ছবি: সংগৃহীত

কলকাতায় উর্দু সাহিত্য উৎসব ঘিরে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। বলিউডের খ্যাতনামা কবি ও গীতিকার জাভেদ আখতার অভিযোগ করেছেন, পশ্চিমবঙ্গ সরকার ইসলামি সংগঠনগুলোর চাপে মাথা নত করেছে।

আখতারের অভিযোগ, তিনি কলকাতায় একটি সাহিত্যসভায় বক্তা হিসেবে আমন্ত্রিত ছিলেন, কিন্তু জামিয়াত উলেমা-ই-হিন্দ ও Wahyahin Foundation-এর আপত্তির মুখে রাজ্য সরকার সেই অনুষ্ঠান বাতিল করে দেয়। সংগঠনগুলো দাবি করেছিল, জাভেদ আখতারের আগে তসলিমা নাসরিনকেও বাংলায় বিতাড়িত করা হয়েছিল, সেই উদাহরণ টেনে তাঁরা হুঁশিয়ারি দেয়।

আখতারের কথায়, পশ্চিমবঙ্গের শাসকদল ধর্মীয় সংগঠনের ‘চাহিদা মেনে’ সাহিত্য ও মতপ্রকাশের স্বাধীনতাকে প্রশ্নের মুখে ফেলেছে।

এদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে এখনো সরাসরি কোনো প্রতিক্রিয়া না এলেও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত নির্বাচনের আগে আইনশৃঙ্খলার অজুহাতে সংঘর্ষ এড়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন।

বিরোধীরা এটিকে ভোটের আগে ‘তোষণমূলক রাজনীতি’ বলে আখ্যা দিলেও, সাধারণ মানুষ বিষয়টি দেখছে ভিন্ন চোখে। প্রশ্ন উঠেছে সাহিত্য, সংস্কৃতি ও মতপ্রকাশের স্বাধীনতা কি রাজনৈতিক চাপের মুখে বারবার থমকে যাবে?

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর