[email protected] বৃহঃস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
২০ ভাদ্র ১৪৩২

ট্রেনে চীন গেলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০৯ পিএম

ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আবারও শিরোনামে এইবার ট্রেনে করে সীমান্ত পাড়ি দিয়ে চীনের পথে পাড়ি জমিয়েছেন তিনি।

এবারের সফর কেবল কূটনৈতিক নয়, ঐতিহাসিকও বটে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের ৮০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সামরিক কুচকাওয়াজে অংশ নিতে যাচ্ছেন তিনি।

এই মঞ্চে প্রথমবারের মতো একত্রে উপস্থিত থাকবেন কিম জং উন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এটি তিন পরাশক্তির নতুন মেরুকরণের স্পষ্ট বার্তা।

সফরে কিমের সঙ্গে রয়েছেন সামরিক ও রাজনৈতিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি শক্তিশালী প্রতিনিধি দল। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মহলে একঘরে থাকা উত্তর কোরিয়া এখন ধীরে ধীরে নিজেদের কৌশলগত অবস্থান শক্ত করতে চাইছে।

এই সফর বিশ্বরাজনীতিতে উত্তেজনার নতুন মাত্রা যোগ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর