[email protected] বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
১৯ ভাদ্র ১৪৩২

সম্পর্ক জোরদারে শি'কে মোদির বার্তা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৩১ আগষ্ট ২০২৫ ১৭:০৮ পিএম

ছবি : সংগ্রহিত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধা ও সংবেদনশীলতার ভিত্তিতে ভারত-চীন সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার জন্য তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

৩১ আগস্ট চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন । 

চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে দুই নেতার বৈঠক হয়। মোদি উল্লেখ করেন, সীমান্তে সেনা প্রত্যাহারের পর শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধি পেয়েছে। তিনি গত বছরের কাজান বৈঠককেও উল্লেখ করে বলেন, ফলপ্রসূ আলোচনার মাধ্যমে আমাদের সম্পর্ক ইতিবাচক দিকনির্দেশনা পেয়েছে।

বৈঠকে দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচলের বিষয়েও আলোচনা হয়। মোদি বলেন, উভয় দেশের প্রায় দুই কোটি ৮০ লাখ জনগণের স্বার্থ তাদের সহযোগিতার সঙ্গে যুক্ত এবং এটি মানবতার কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

সোর্স: ডেইলি জনকন্ঠ 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর