[email protected] রবিবার, ৩১ আগস্ট ২০২৫
১৫ ভাদ্র ১৪৩২

মাইক্রোসফটের ৪ কর্মী বরখাস্ত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৩০ আগষ্ট ২০২৫ ১৭:০৮ পিএম

ফাইল ছবি

ইসরায়েলের সঙ্গে মাইক্রোসফটের সংশ্লিষ্টতার প্রতিবাদ করায় চার কর্মচারীকে বরখাস্ত করেছে প্রতিষ্ঠানটি। দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকা ও ইসরায়েলি সেনাবাহিনীকে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে মাইক্রোসফট।

এর প্রতিবাদ করার পরই এমন ঘটনা ঘটে। আল জাজিরার খবরে বলা হয়, বরখাস্ত হওয়া কর্মীরা মাইক্রোসফটের অফিসে প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। যার মধ্যে দুজন কম্পানির প্রেসিডেন্টের অফিসের সামনে অবস্থান কর্মসূচিতে ছিলেন।

বিক্ষোভকারীদের গ্রুপ ‘নো এ জুর ফর অ্যাপার্থেইড’ এক বিবৃতিতে বলেছে, অ্যানা হ্যাটেল এবং রিকি ফামেলি নামে দুজনকে ভয়েস মেইলের মাধ্যমে জানানো হয় তাদের বরখাস্ত করা হয়েছে।

এরপর গতকাল বৃহস্পতিবার নিসরিন জারাদাত এবং জুলিয়াস শান আরো দুজনকে বরখাস্ত করা হয়। ২৮ আগস্ট সিবিএস নিউজকে দেওয়া এক বিবৃতিতে মাইক্রোসফটের মুখপাত্র বলেন, কম্পানির নীতি এবং আচরণবিধি গুরুতরভাবে লঙ্ঘনের কারণে তাদের বরখাস্ত করা হয়েছে।

মাইক্রোসফটের মুখপাত্র আরো জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং কম্পানি আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে কাজ করছে। তিনি জোর দিয়ে বলেন, ‘এ ধরনের আচরণ সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং কম্পানির মূল্যবোধ ও নীতিমালা পরিপন্থী।’ 

সোর্স: কালের কন্ঠ  

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর