[email protected] শনিবার, ২৩ আগস্ট ২০২৫
৮ ভাদ্র ১৪৩২

ভারত-পাকিস্তানের ওপর নজর রাখছে যুক্তরাষ্ট্র!

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮ আগষ্ট ২০২৫ ১৭:০৮ পিএম

ফাইল ছবি

যুক্তরাষ্ট্র প্রতিদিন ভারত ও পাকিস্তানের মধ্যকার সম্পর্কের দিকে নিবিড়ভাবে নজর রাখছে।

১৭ আগস্ট এক সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই মন্তব্য করেন। মার্কো রুবিও বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি টিকিয়ে রাখা খুবই কঠিন এবং তা যেকোনো মুহূর্তে ভেঙে যেতে পারে।

তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই প্রতিবেশী পরাশক্তির মধ্যে সম্ভাব্য পারমাণবিক সংঘাত এড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

ট্রাম্প নিজেও একাধিকবার দাবি করেছেন, তার মধ্যস্থতায় দিল্লি ও ইসলামাবাদ গত মে মাসে যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল। তবে ভারতের পক্ষ থেকে এই দাবি প্রত্যাখ্যান করা হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদে বলেছিলেন, 'অপারেশন সিঁদুর' বন্ধ করার জন্য কোনো বাইরের পক্ষ থেকে চাপ আসেনি। অন্যদিকে, পাকিস্তান শুরু থেকেই ট্রাম্পকে কৃতিত্ব দিয়ে আসছে।

এরমধ্যে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির দু’বার ওয়াশিংটন সফর করেছেন এবং মার্কিন প্রশাসন ইসলামাবাদকে পাশে টানতে একটি তেল সরবরাহ চুক্তিও ঘোষণা করেছে। 

সোর্স: দিনাজপুর টিভি 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর