[email protected] সোমবার, ১৮ আগস্ট ২০২৫
৩ ভাদ্র ১৪৩২

বিক্ষোভ, ধর্মঘটে উত্তাল ইসরায়েল!

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭ আগষ্ট ২০২৫ ১৭:০৮ পিএম

ছবি : সংগ্রহিত

গাজায় জিম্মিদের মুক্তি এবং চলমান যুদ্ধ বন্ধের দাবিতে ইসরাইলে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। শনিবার জেরুজালেমের প্যারিস স্কয়ার, হাইফার হোরেভ সেন্টার, দক্ষিণে বেরশেবা এবং উত্তরে নাহারিয়াসহ দেশজুড়ে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

সবচেয়ে বড় বিক্ষোভ হয় ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর এবং তেলআবিবের রথসচাইল্ড স্ট্রিটের হাবিমা স্কয়ারের সামনে।

বিক্ষোভ সমাবেশ থেকে গাজায় বন্দি ইসরাইলিদের মুক্তির বিনিময়ে হামাসের সাথে যুদ্ধ বন্ধে চুক্তি করার আহ্বান জানানো হয়।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার নিজস্ব রাজনৈতিক স্বার্থের কারণে আলোচনায় বাধা দিচ্ছেন বলে অভিযোগ করেন ইসরাইলের বিরোধী দল ও বন্দিদের স্বজনরা।

ইসরাইলের ধারনা, অন্তত ৫০ জন হামাসের কাছে বন্দি রয়েছেন; যাদের মধ্যে ২০ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। আর ১০ হাজার ৮০০ জনের বেশি ফিলিস্তিনি ইসরাইলি কারাগারে বন্দী রয়েছেন। মানবাধিকার গোষ্ঠীগুলোর অভিযোগ, ইসরাইলি কারাগারে ফিলিস্তিনিদের ব্যাপক নির্যাতন হয়। 

সোর্স: আমার দেশ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর