সামরিক কুচকাওয়াজ, বিজয় মিছিল আর রঙ-বেরঙের পতাকার প্রদর্শনীর মাধ্যমে আফগানিস্তানে ক্ষমতা দখলের চতুর্থ বার্ষিকী উদযাপন করেছে তালেবান সরকার।
রাজধানী কাবুলের পাশাপাশি উত্তরের সার-ই-পুল থেকে দক্ষিণের কান্দাহার পর্যন্ত বিভিন্ন শহরে হেলিকপ্টার থেকে ফেলা হয় ফুলের পাঁপড়ি। কারো হাতে ছিল স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র, কারো হাতে সাদা-কালো তালেবান পতাকা।
প্রায় দুই দশকের যুদ্ধ শেষে মার্কিন সেনা প্রত্যাহারের পর ২০২১ সালের ১৫ আগস্ট কাবুল দখল করে তালেবান। ১৫ আগস্ট ছিল তাদের ক্ষমতা দখলের চতুর্থ বর্ষপূর্তি।
তবে এ আয়োজনে নিষিদ্ধ ছিল নারীর অংশগ্রহণ। দেশটির শরিয়াহ আইন অনুযায়ী, নভেম্বর ২০২২ থেকেই নারীদের পার্ক ও বিনোদনকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি রয়েছে।
নারী ও কন্যাশিশুদের ওপর দমননীতির জন্য মানবাধিকার সংস্থা, বিদেশী সরকার ও জাতিসংঘ দীর্ঘদিন ধরে তালেবানকে সমালোচনা করে আসছে। দেশটির নারী ও কন্যাশিশুরা চাকরি, ষষ্ঠ শ্রেণির পরবর্তী শিক্ষা ও অধিকাংশ জনসমাগমস্থল থেকে বঞ্চিত।
সোর্স: বণিক বার্তা
মন্তব্য করুন: