[email protected] রবিবার, ১৭ আগস্ট ২০২৫
১ ভাদ্র ১৪৩২

চীনের ওপর এখনই শুল্কারোপ করবেন না ট্রাম্প

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬ আগষ্ট ২০২৫ ১৮:০৮ পিএম
আপডেট: ১৬ আগষ্ট ২০২৫ ৬:১৪ পিএম

ফাইল ছবি

রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য চীনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে অতিরিক্ত শুল্ক আরোপের কোনও পরিকল্পনা আপাতত নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় ১৫ আগস্ট ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। 

ফক্স নিউজের শন হ্যানিটি ট্রাম্পের কাছে জানতে চেয়েছিলেন যে, আলাস্কায় তিনি এবং পুতিন সরাসরি বৈঠকে বসে ইউক্রেন যুদ্ধ বন্ধে কোনও চুক্তি করতে ব্যর্থ হওয়ার পরে বেইজিংয়ের বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ নেওয়ার কথা এখন বিবেচনা করছেন কিনা?

জবাবে ট্রাম্প বলেন, আজকের বৈঠকের পর আমার মনে হয়েছে এখনই পদক্ষেপ নেওয়ার দরকার নেই। হয়তো দুই বা তিন সপ্তাহ পর তা বিবেচনা করতে হতে পারে। তবে বৈঠকটি খুবই ভালো হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, যদি ট্রাম্প রাশিয়াকে ঘিরে শুল্ক ও নিষেধাজ্ঞা বাড়াতে থাকেন, তবে এর প্রভাব সরাসরি পড়বে চীনের অর্থনীতিতে। সি জিন পিংয়ের নেতৃত্বাধীন দেশটি বর্তমানে ধীরগতির প্রবৃদ্ধির চাপে রয়েছে। ফলে নতুন করে শুল্ক আরোপ বেইজিংয়ের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারে।

সোর্স: বাংলাদেশ প্রতিদিন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর