যুক্তরাষ্ট্র থেকে ইসরাইলের উদ্দেশে অস্ত্র বহনকারী সৌদি আরবের একটি কার্গো জাহাজ ‘বাহরি ইয়ানবু’ ইতালির জেনোয়া বন্দরে আটকে দিয়েছে সেখানকার সচেতন বন্দরকর্মীরা।
জাহাজটিতে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদের সন্ধান পাওয়ার পর তারা এ পদক্ষেপ নেন। জাহাজটি ৮ আগস্ট জেনোয়া বন্দরে ভিড়ে।
পূর্ব পরিকল্পনা অনুযায়ী, এখান থেকে আরও অস্ত্র ও সামরিক সরঞ্জাম বোঝাই করে আবুধাবির উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল। কিন্তু ইতোমধ্যে জানা যায়, জাহাজটি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড থেকে ইসরাইলের জন্য অস্ত্র বহন করছে।
প্রায় ৪০ জন কর্মী জাহাজে প্রবেশ করে অস্ত্রের উপস্থিতি নিশ্চিত করেন। জাহাজটি ‘অস্ত্র চোরাচালানের’ জন্য ব্যবহৃত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে, এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে স্থায়ী পর্যবেক্ষণ টিম গঠনের প্রতিশ্রুতি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
সম্প্রতি, ৪ জুন ফ্রান্সের ফোস-মার্সেই বন্দরের কর্মীরাও ইসরাইলের জন্য আনা অস্ত্র উপকরণ তুলতে অস্বীকৃতি জানান, ফলে সেই জাহাজটি খালি অবস্থায় ফিরে যেতে বাধ্য হয়।
সোর্স: ঢাকা প্রকাশ
মন্তব্য করুন: