[email protected] বৃহঃস্পতিবার, ৭ আগস্ট ২০২৫
২২ শ্রাবণ ১৪৩২

চাঁদে পারমাণবিক চুল্লি নির্মাণ করবে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬ আগষ্ট ২০২৫ ১৮:০৮ পিএম

ফাইল ছবি

যুক্তরাষ্ট্র মহাকাশে নতুন এক দৌড়ে এগিয়ে যেতে চাঁদে পারমাণবিক চুল্লি নির্মাণের পরিকল্পনা করেছে। ২০৩০ সালের মধ্যেই এটি বাস্তবায়নের লক্ষ্য নিয়েছে দেশটির মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

৬ আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর হাতে আসা অভ্যন্তরীণ নথির বরাতে জানানো হয়েছে,  নাসা আগামী কয়েক বছরের মধ্যে চাঁদের মাটিতে ১০০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন একটি পারমাণবিক চুল্লি বসানোর উদ্যোগ নিয়েছে।

এই উদ্যোগ মূলত চাঁদে যুক্তরাষ্ট্রের আধিপত্য বিস্তার এবং চীন ও রাশিয়ার সঙ্গে চলমান মহাকাশ প্রতিযোগিতায় এগিয়ে থাকার কৌশলের অংশ। নথিতে সতর্ক করা হয়েছে, যে দেশ প্রথম পারমাণবিক চুল্লি স্থাপন করবে, তারা চাঁদের নির্দিষ্ট অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণাধীন এলাকা ঘোষণা করতে পারে, যা অন্যদের প্রবেশ সীমিত করবে।

তবে প্রকল্পটির অর্থায়ন নিয়ে প্রশ্ন উঠেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বাজেটে নাসার বরাদ্দ প্রায় এক চতুর্থাংশ কমিয়ে ২৪.৮ বিলিয়ন ডলার থেকে ১৮.৮ বিলিয়ন ডলারে আনার পরিকল্পনা করা হয়েছে। ফলে এই প্রকল্পে অর্থ কোথা থেকে আসবে, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

সোর্স: ইনকিলাব

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর