নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলের একটি বাসস্টপে লাগেজের ভেতর থেকে দুই বছর বয়সী একটি শিশুকে উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় ২৭ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। ৩ আগস্ট তাকে আটকের পর গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছে, ওই নারীর বিরুদ্ধে শিশুর প্রতি দুর্ব্যবহার এবং অবহেলার অভিযোগ আনা হয়েছে।
স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, নির্ধারিত স্টপেজে থামার সময় ব্যাগটি নড়াচড়া করতে দেখে বাস চালক উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে বাস ডিপোতে পুলিশ ডাকা হয়। গোয়েন্দা পরিদর্শক বলেন, চালক যখন লাগেজটি খুললেন, তখন দুই বছরের মেয়েটিকে দেখতে পেলেন।
তিনি বলেন, উদ্ধারকৃত শিশুটির শরীর অত্যন্ত গরম ছিল, তবে শারীরিকভাবে অক্ষত দেখাচ্ছিল। লাগেজটি বাসের যাত্রীদের নিচে - একটি পৃথক বগিতে রাখা হয়েছিল।
নিউজিল্যান্ড পুলিশ বাসচালকের ভূমিকার প্রশংসা করে বিবৃতিতে বলেছে, চালক যেভাবে পরিস্থিতির অস্বাভাবিকতা দ্রুত বুঝে ব্যবস্থা নিয়েছেন, তা প্রশংসনীয়। নইলে আরও ভয়াবহ কিছু ঘটতে পারত। পুলিশ বলছে, ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত চলছে এবং শিশুটির পরিচয় ও পারিবারিক প্রেক্ষাপট নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।
সোর্স: ইত্তেফাক
মন্তব্য করুন: